শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বাজারের শৃঙ্খলা রক্ষার্থে ইউএনও’র মাইকিং || লালমোহন বিডিনিউজ
লালমোহন বাজারের শৃঙ্খলা রক্ষার্থে ইউএনও’র মাইকিং || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন বাজারের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নিজেই মাইকিং করেছেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
শনিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় মাইকিং করেন তিনি। এসময় যানজট নিরসনের লক্ষে চৌরাস্তা এলাকার বোরাক ও মোটরসাইকেলের অবৈধ স্ট্যান্ড অন্যত্র সরিয়ে ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। বাজারের চৌরাস্তা ও মহাজন পট্টিতে সড়কের কিছু অংশে নিজ হাতে লাল রং দিয়ে “নো পার্কিং” লিখে দেন ইউএনও।
পরে বাজারের মুদি দােকানগুলো সয়াবিনের অবৈধ মজুদ বন্ধে দোকানের গোডাউন পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারিসহ আরও অনেকে।