শুক্রবার, ৬ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মেয়ের বিয়ের দই কিনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা || লালমোহন বিডিনিউজ
মেয়ের বিয়ের দই কিনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : বাড়িতে মেঝে মেয়ের বিয়ে উপলক্ষে খানাপিনার আয়োজন চলছে।অতিথিরা সব অপেক্ষা করছেন। এসময় আয়োজনে দইয়ের প্রয়োজন হওয়ার দই কিনতে বাজারে রওয়ানা হন বাবা আবদুর রশিদ মাল। তবে সড়কেই তার প্রাণ কেড়ে নেয় বেপরোয়া গতির নসিমন। ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার বদরপুরের।
নিহত আবদুর রশিদ মাল ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্দার বাড়ির মৃত ওয়াহেদ আলী মালের ছেলে।
তার বড় ভাই শাহাজাহান মাল বলেন, আবদুর রশিদ মাল চট্টগ্রামে সিএনজি চালাতেন। মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ি এসেছেন। শুক্রবার জুমআর নামাজ শেষে বিয়ের আয়োজনে আসা অতিথিদের জন্য দই কিনতে মোটরসাইকেলযোগে নাজিরপুর বাজারে রওয়ানা হন। এসময় মুসলিম বাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আবদুর রশিদ মাল।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।