রবিবার, ১ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অর্ধশত পরিবারকে ঈদ সামগ্রী দিলো রবিকর ফাউন্ডেশন|| লালমোহন বিডিনিউজ
লালমোহনে অর্ধশত পরিবারকে ঈদ সামগ্রী দিলো রবিকর ফাউন্ডেশন|| লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভোলার লালমোহনের অর্ধশত অসহায় ও দুস্থ পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিকর ফাউন্ডেশন’।
‘হাসি হোক সবার তরে’ স্লোগানে রবিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এর আগে করোনাকালীন সময়ে ঘরবন্দি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ‘রবিকর ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি আত্মপ্রকাশ করে। ওই সময় করোনার সংক্রমণ রোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তারা। এছাড়াও ফ্রীতে রক্ত পরীক্ষা থেকে শুরু করে প্রতিদিনই রক্তের ব্যবস্থা করে দিচ্ছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, রবিকর ফাউন্ডেশন এর ফাউন্ডার সভাপতি সেক্রেটারি সহ সকল প্যানেল মেম্বার এবং সকল সদস্যগণ।