শনিবার, ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
লালমোহন পৌরসভা আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা আওয়ামী লীগের ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন।
পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনম শাহ জামাল দুলাল, মঞ্জু তালুকদারসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা শাহে আলম।