বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঈদবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রক্তদানের অপেক্ষায় লালমোহন || লালমোহন বিডিনিউজ
ঈদবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রক্তদানের অপেক্ষায় লালমোহন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্যক্তিগত অর্থায়নে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী নিয়ে লালমোহনের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানের অপেক্ষায় লালমোহন”।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অসহায়দের দ্বারে দ্বারে গিয়ে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এগুলোর মধ্যে ছিল, শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, গুড়া চাউল, দুধ, কিচমিচ, বাদাম ও নুডুলস।
এদিন ৭০টি পরিবারের হাতে এসব ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সোহেল (রানা) বলেন, এবারের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংগঠনের নিজস্ব অর্থায়নে ৭০টি পরিবারে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ সম্ভব হয়েছে। সমাজের বিত্তবানরা এই অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়ালে আরও অনেক সমাজ উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হব আমরা।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান দুই উপদেষ্টা মোঃ শামীম রেজা স্যার ও মোঃ ওমর হাওলাদার, প্রতিষ্ঠাতা মোঃ সোহেল (রানা), রক্তদানের অপেক্ষায় লালমোহন সংগঠনের সভাপতি মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ ইমন হোসেন, মোঃ সোহেল সরদার, হায়াত, রাজু, ইমন, শামীম, ইসমাইল, জুয়েল, আজিজ, মাহমুদুল হাসান।
উল্লেখ্য, ঈদ ছাড়াও করোকালীন সময়সহ বিভিন্ন সময়ে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল রক্তদানের অপেক্ষায় লালমোহন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি।