বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ভোলা | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » একশত টাকা জরিমানায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ ।।লালমোহন বিডিনিউজ
একশত টাকা জরিমানায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শেষ হলেও ১০০ টাকা জরিমানা দিয়ে শিক্ষার্থীদের ফের ফরম পূরণের সুযোগ দেয়া হবে। ঈদের পর শিক্ষার্থীদের বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ দেয়া হবে। মে মাসের শেষাংশ পর্যন্ত শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হতে পারে।
বুধবার সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, বিভিন্ন কারণে বেশ কিছু শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেননি বলে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের ফের ফরম পূরণের সুযোগ দেয়া হবে।
কবে থেকে এ সুযোগ দেয়া হতে পারে জানতে চাইলে তিনি আরও বলেন, এখন শিক্ষার্থীদের অনেকেই বাড়ি চলে গেছে। তাই এখন সময় দিলে তারা ফরম পূরণে করতে পারবে না। আমরা ঈদের পর শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেবো।
জানা গেছে, ঈদুল ফিতরের পর ৫ মে বোর্ড খুলছে।
এদিকে বোর্ড সূত্র জানান, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে শিক্ষার্থীদের ফের ফরম পূরণের সুযোগ দেয়া হবে ঈদের পর। বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
জানা গেছে, আগামী ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়া হলেও করোনা মহামারির কারণে এ বছর পিছিয়ে দেয়া হয়েছে। এবার এসএসসি পরীক্ষার ফরমপূরণ হলেও পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় অংশ নিতে হয়নি। তবে, শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশ নিতে হবে ১৯ মে থেকে।