বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন সাড়ে দশ লক্ষ টাকার চেক পেলো ২১জন দুরারোগ্য রোগী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন সাড়ে দশ লক্ষ টাকার চেক পেলো ২১জন দুরারোগ্য রোগী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ ছয়টি রোগে আক্রান্ত মানুষের মাঝে সাড়ে দশ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেয়া হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২১জন রোগীর মাঝে ৫০,০০০ টাকা করে মোট ১০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মাজিদ শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেনসহ আরও অনেকে।