বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জাতীয় | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » একশত টাকা জরিমানা দিয়ে দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ ১৯ মে পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
একশত টাকা জরিমানা দিয়ে দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ ১৯ মে পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণ শেষ হলেও জরিমানা দিয়ে পরীক্ষার্থীদের আবারও ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে শিক্ষার্থীরা ১৯ মে পর্যন্ত দাখিল পরীক্ষায় অংশ নেয়ার ফরম পূরণের সুযোগ পাবেন। বুধবার মাদারাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দাখিল পরীক্ষার ফরম পূরণ চলে। ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দেয়ার সুযোগ পেয়েছিলে।
বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ইতোপূর্বে প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তির সব শর্ত বহাল রেখে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ২৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ও ফি জমা দেয়ার সময় বৃদ্ধি করা হলো। এরপর ফরম পূরণ ও ফি জমা দেয়ার সময় কোনো অবস্থাতেই বাড়ানো হবে না।
মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত দাখিলের ফরম পূরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগের দাখিল পরীক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮১৫ টাকা। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ১ হাজার ৫৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফিয়ের ১ হাজার ৩৭৫ টাকা বোর্ড ফি ও ৪৪০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ, মুজাব্বিদ ও হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের মোট ফিয়ের ১ হাজার ১৮৫ টাকা বোর্ড ফি ও ৩৬০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। বর্ধিত সময়ে ফরম পূরণ করতে এর সঙ্গে আরও ১০০ টাকা বিলম্ব ফি দিতে হবে শিক্ষার্থীদের।