
বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও কম্পিউটার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও কম্পিউটার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, কম্পিউটার ও হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধকারী সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব উপকরণ তুলে দেয়া হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এবং উপজেলা প্রকৌশলের বাস্তবায়নে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ লক্ষ টাকা ব্যয়ে ৩০০টি বেঞ্চ ও দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবে ১০ লক্ষ টাকা ব্যয়ে বেঞ্চসহ ১৩টি কম্পিউটার প্রদান করা হয়। একই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের হাতে হাসপাতালের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে কোভিড-১৯ সামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ কায়সারুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ আরও অনেকে।