মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ২৬০ গৃহহীন পেলাে প্রধানমন্ত্রীর উপহারের ঘর
লালমোহনে ২৬০ গৃহহীন পেলাে প্রধানমন্ত্রীর উপহারের ঘর
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ভূমি ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের নতুন সেমিপাকা ঘর ও নিজ নামের জমি পেল ২৬০ টি পরিবার। মঙ্গলবার সকালে আশ্রয়ণ প্রকল্প- এর আওতায় তৃতীয় পর্যায়ের এসব ঘর প্রদান কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে জমিসহ ঘর প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরও অনেকে। পর্যায়ক্রমে এ উপজেলায় আরও ২৯০ টি ঘর প্রদান করা হবে।