
সোমবার, ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা
লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা
লালমোহন ভোলা প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোলার লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ সােমবার (২৫ এপ্রিল) এ দুটি ইউনিয়নের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ মে (মঙ্গলবার) মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ, ১৯ মে (বৃহস্পতিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ মে (বৃহস্পতিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১৫ জুন (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিলে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুসারে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২২ মে (রবিবার)। দায়েরকৃত আপিল ২৫ মে (বুধবার) এর মধ্যে নিস্পত্তি করতে হবে এবং ২৭ মে (শুক্রবার) এর মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এদিকে লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসির ঘোষণার পরপরই নিজেদেরকে প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকেই। তবে দলীয় প্রতীক থাকায় নিজ নিজ দলের শীর্ষমহলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে।
আর দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে চায়ের কাপে ঝড় তুলছেন কালমা ও রমাগঞ্জ ইউনয়নের সাধারণ ভোটাররা।