শনিবার, ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা : নারীসহ আহত-৪ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা : নারীসহ আহত-৪ || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে এজমালি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ ৪জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড রায়চাঁদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করেছেন হালিমা বেগম নামে এক নারী।
মামলার বিবরণে বলা হয়, হালিমা বেগমের স্বামী মোঃ জাকির হোসেন ও ভাসুর আবু কালাম নসু গং ও একই বাড়ির জাহাঙ্গীর আলম গংদের একটি এজমালি (যৌথ) পুকুর রয়েছে। ওই পুকুরে মাছ ধরার প্রয়োজন পড়লে জাহাঙ্গীর আলম গংদেরকেও খবর দেয়া হয়। তবে তারা না আসায় আজ (শনিবার) মাছ ধরা শুরু করেন হালিমা বেগমরা। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আলম, তার ছেলে ইকবাল, মেয়ে শামসুন্নাহারসহ একই বাড়ির মোঃ ইসলাম ভুট্টু, তার ছেলে রিপনসহ কয়েকজন মিলে পুকুরের মধ্যেই হামলা করে। এতে হালিমা বেগম (২৮), তার ভাসুরের ছেলে জিহাদ (২২) ও ননদ মাহিনর (৪০) ও তার স্বামী বশির আহমেদ (৪৫) আহত হন। আহতরা বর্তমানে লালন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে গিয়ে জাহাঙ্গীর আলম গংদের কাউকে পাওয়া যায়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন,এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।