বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পিতৃ সম্পদ দাবি করায় বোনদেরকে হুমকির অভিযোগ
লালমোহনে পিতৃ সম্পদ দাবি করায় বোনদেরকে হুমকির অভিযোগ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রয়াত বাবার সম্পদ দাবি করায় বোনদের কে খুন জখমের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বড় ভাই মোঃ খলিল মিয়াকে অভিযুক্ত করে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেন তারই বোন ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী।
অভিযোগে বলা হয়, ফাতেমা বেগমের বাবা আবদুল কাদের মাঝি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড গজারিয়া এলাকার বাসিন্দা। প্রায় ১৫/১৬ বছর আগে তার বাবা মৃত্যুবরণ করলে বাবার রোখে যাওয়া সম্পদ একাই ভোগ দখল করছেন তার ভাই মোঃ খলিল মিয়া। ওই সম্পদের মধ্যে গজারিয়া বাজারে দোকান ভিটিও রয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে বাজারের ভিটিতে বোনদের অংশে সীমানা নির্ধারণ করতে গেলে মারধর করতে তেড়ে আসে বড় ভাই খলিল মিয়া। এসময় ভবিষ্যতে পিতৃ সম্পদ দাবি করলে খুন গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী ফাতেমা বেগম।
এ ব্যাপারে জানতে চাইলে মোঃ খলিল মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।