মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পেটে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম
লালমোহনে পেটে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে পেটে জোড়া লাগানো যমজ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামে এক প্রসূতি।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচার (সিজারিয়ান) মাধ্যমে এ দুটি শিশুর জন্ম হয়।
এদিকে শরীরে জোড়া লাগানো জমজ শিশুর খবর ছড়িয়ে পড়লে শিশু দুটিকে এক নজর দেখার জন্য ক্লিনিকে হাজারো মানুষ ছুটে আসে।
মিতু বেগম উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের রাজমিস্ত্রী বিল্লাল হোসেনের স্ত্রী।
বিল্লাল হোসেনের বড় ভাই জামাল হোসেন বলেন, প্রসব বেদনা দেখা দিলে গতকাল (সোমবার) রাতে ছোট ভাইয়ের স্ত্রীকে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ভর্তি করেন।
পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিজারিয়ানে দুটি জমজ সন্তানের জন্ম হয়। তাদের দুজনকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে খরচ, তা বিল্লালের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সরকারি বেসরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন জামাল।
লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে অস্ত্রোপচার করেন, সার্জন ডাঃ মুমতাহিনা হক জিম ও এনেস্থিসিয়ালজিস্ট ডাঃ মোঃ আবু সাফওয়ান। তারা বলেন, শিশু দুটি ও তাদের মা সুস্থ রয়েছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে দুজনকে আলাদা করা সম্ভব।