বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের পাল্টা অভিযোগ
লালমোহনে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের পাল্টা অভিযোগ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছবিরুল হক (৬০) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক মাওলানা বশির উল্লাহর বিরুদ্ধে।
বুধবার সকাল ১১টার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছবিরুল হক লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছবিরুল হকের জামাতা কামাল হোসেন জানান, তার শ্বশুরের সাথে দালাল বাজার ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উল্লাহর পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে দালাল বাজারে ছবিরুল হককে দেখে কটুক্তি করেন ওই শিক্ষক।
এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাওলানা বশিরের পক্ষ নিয়ে মাহমুদ হাসান বাবুল, আবদুর রহমান আরজু, মৌলভী নুরুল ইসলাম ও সাইফুল ইসলাম আক্তারসহ কয়েকজন মিলে ছবিরুল হককে বেদম মারধর করে।
এতে ছবিরুল হক আহত আহত হলে স্থানীয়রা তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ছবিরুল হকের ছোট ভাই ও ধলীগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহে আলম বলেন, আমার বড় ভাইয়ের উপর অতর্কিত হামলা ও তাকে আহত করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অথচ উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মাওলানা বশির উল্লাহ।
এদিকে ছবিরুল হক ও তার লোকজনই মাওলানা বশির উল্লাহ কে মারধর করেছে, এমন পাল্টা অভিযোগ ও দোষীদের শাস্তি দাবি করে বৃহস্পতিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় মানববন্ধন করেছে জামিয়াতুল মোদাররেছিনের নের্তৃবৃন্দ ও মাদ্রাসা শিক্ষকগণ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদরাসা শিক্ষক মাওলানা বশির উল্লাহর উপর হামলার ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।