শনিবার, ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ বজায় রাখতে সভায় উপস্থিত বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আহবান জানানো হয়। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, শঙ্কা ও দাবি শুনে তা সমাধানের আশ্বাস দেন অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন প্রমুখ।