সোমবার, ২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে ভিজিডির চাউল প্রাপ্তদের স্বস্তি প্রকাশ
তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে ভিজিডির চাউল প্রাপ্তদের স্বস্তি প্রকাশ
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু : ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরন করা হয়েছে ।
সরেজমিনে গিয়ে জানা যায়, এই ইউনিয়নের ভিজিডি কার্ড প্রাপ্তদের মাঝে ৩০ কেজি করে চাল প্রদান করা হয় ।
ভিজিডির চাল প্রাপ্ত রানু বেগম, নুরজাহান, শামছুন্নাহার, চাম্পা বেগম, শাহীনুর বেগম সহ আরো অনেকের সাথে আলাপকালে তারা জানান, এবার চাল বিতরনে কোন ধরনের অনিয়ম আমরা পাইনি এবং কোন রকম ঝামেলা ছাড়াই আমাদের পাওনা ৩০ কেজি চাল বুঝে পেয়েছি । আগে আমরা খোলা চাল পেতাম এবার ৩০ কেজি প্যাকেট বস্তা পেয়েছি ।
এ ব্যাপারে চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের জানান, আমার ইউনিয়নে সরকার কতৃক জন সাধারনের প্রাপ্য সবক্ষেত্রেই অনিয়মের ছোয়া লাগতে দেই না । আজ আমার ইউনিয়নের ৩০৫ জন ভিজিডি প্রাপ্তদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে ইনশাআল্লাহ কার্ডপ্রাপ্ত সকলেই তাদের চাল সঠিক ভাবে পাবে এবং ভবিষ্যতে ও আমার এ ধারা অব্যাহত থাকবে ।