বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার বদরপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ‘নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
এসময় শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা পরবর্তী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ মহিবুল্লাহ।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশকে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা এনে দিতে তাঁর অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। বাঙালির মুক্তি চাইতে গিয়ে জীবনের অধিকাংশ সময় পাকিস্তানের কারাগারে কাটাতে হয়েছে তাঁকে, তবুও লক্ষ্য থেকে সরে আসেননি তিনি। তাই সকলকে জাতির পিতার আদর্শ জানতে হবে, তার জীবনীগ্রন্থ পড়তে হবে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধু কে নিয়ে গান পরিবেশন করে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী আখি আক্তার ওনসুমাইয়া বেগম।
এসময় উপস্থিত ছিলেন, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম মলিন, প্রভাষক মোঃ হারুন, প্রভাষক মিরাজ হোসেন, প্রভাষক মোঃ ইকবাল হোসেনসহ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।