সোমবার, ২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় স্কুল শিক্ষকের উপর হামলা মামলায় ৩ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট
মনপুরায় স্কুল শিক্ষকের উপর হামলা মামলায় ৩ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা :ভোলার মনপুরায় স্কুল শিক্ষক আনোয়ার হোসেন মাস্টারের উপর হামলা মামলায় ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে উপজেলা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। ০২ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টায় বিজ্ঞ বিচারক মিঃ মোঃ আল আমীন এই রায় প্রদান করেন।
হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার গত ২৯ অক্টোবর বিকেল ৩ টায় আসামীদের হামলায় আহত হলে ৪ দিন উপজেলা হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে বাদী হয়ে মামলা করেন। যার মামলা নং সিআর-৮৭/১৫। উক্ত মামলা আমলে নিয়ে বিজ্ঞ বিচারক মামলার প্রধান আসামীসহ প্রথম ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। ওয়ারেন্ট প্রাপ্ত আসামীরা হলেন, আঃ মন্নান হাওলাদার,পিতাঃ মৃত হাজী সোনা মিয়া, মোঃ হোসেন, পিতাঃ মৃত হাজী সোনা মিয়া, মোঃ হেলাল, পিতাঃ জালু মাঝী।
মামলার ইজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ অক্টোবর ভোলা জেলা সদর থেকে আমি আমার ব্যক্তিগত কাজ শেষ করে মনপুরায় ফেরার পথে লঞ্চে আমার কেবিনে গিয়ে উক্ত মামলার ১/২ নং আসামীদের নের্তৃত্বে সকল আসামী সাক্ষীদের উপস্থিতিতে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে এবং না দিলে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। তার পর থেকে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে মোবাইলে হুমকী দিয়ে আসছিল এবং আমার দোকানে ইট-পাটকেল নিক্ষেপ করে। লাঠি-সোটাসহ আমার পথ রোধ করার চেষ্টা করে। এবং রাতে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ঘরের দরজা ভাংচুর করে। তার প্রেক্ষিতে গত ২৮ অক্টোবর আমি মনপুরা থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে মনপুরা থানার এস. আই মোঃ ফিরোজ তদন্তের জন্য আমার বাঁধের হাটের বাড়ি গিয়ে আমাকে ফোন করেন। বিকেল ৩ টায় আমার কর্মস্থল হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে আঃ মন্নান হাওলাদার ও তার ছোট ভাই মোঃ হোসেন আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে হোসেন আমাকে ধরে রাখে আর মান্নান হাওলাদার আমাকে মারধর করে। আমার ডাক চিৎকার শুনে আমার বাড়িতে তদন্ত করতে আসা এস. আই ফিরোজ আলম ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। পরে এলাকাবাসী আমাকে মনপুরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার তার বাঁধের হাটের বাড়ি যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়।