বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রদেয় সেবার তথ্য তুলে ধরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যোগদানকারী ৯জন ডাক্তার কে ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে, ইসিজি থাকলেও সংশ্লিষ্ট টেকনিশিয়ান না থাকায় সাধারণ রোগীদের সেবা বঞ্চিত হওয়া, স্বাস্থ্য কর্মকর্তার অনুপস্থিতি, জরুরি বিভাগসহ পুরো কমপ্লেক্সে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকাসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন রাজনৈতিক, সামজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
পরে এসব বিষয়ে সমাধানের আশ্বাস দেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও ইউনিয়ন পর্যায়ে সেবাদানকারী সিএইচসিপিগণ।