মঙ্গলবার, ১ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জাতীয় বীমা দিবস-২২ উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জাতীয় বীমা দিবস-২২ উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে” স্লোগানে ভোলার লালমোহনে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে লালমোহন বাজার চৌরাস্তা থেকে আনন্দ র্যালি বের করে বিভিন্ন বীমা কোম্পানি । র্যালিতে অংশগ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
র্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ) এর আয়োজিত র্যালিতে জীবন বীমা কর্পোরেশন, গোল্ডেন লাইফ ইন্সুইরেন্স, যমুনা লাইফ ইন্সুইরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স, ডেলটা লাইফ ইন্সুইরেন্স, রুপালী লাইফ ইন্সুইরেন্স, মেঘনা লাইফ ইন্সুইরেন্স, ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর কর্মীরা অংশগ্রহণ করেন।