রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৯ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুর উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৯ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুর উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে ৯কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ টাকা ব্যয়ে ৪৪.০২ মিটার দৈর্ঘ্যের নবনির্মিত বদরপুর সেতুর উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার দুপুরে উপজেলার ভোলা জেলা সড়ক বিভাগের বাস্তবায়নে নির্মিত বদরপুর ইউনিয়নের সাথে নাজিরপুরের সংযোগ সেতুর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে এমপি শাওন বলেন, আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বে দারিদ্র্যের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দারিদ্র্য বিমোচনে যেসকল দেশগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম, দারিদ্র্য বিমোচনে দেশ এখন রোল মডেল।
এর আগে লালমোহন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে শ্রেণি কার্যক্রম উদ্বোধন ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমিনসহ আরো অনেকে।