
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বাঙালির অধিকার আদায়ে অবিস্মরণীয় হয়ে রয়েছেন বঙ্গবন্ধু-এমপি শাওন ||লালমোহন বিডিনিউজ
বাঙালির অধিকার আদায়ে অবিস্মরণীয় হয়ে রয়েছেন বঙ্গবন্ধু-এমপি শাওন ||লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি: বাঙালির অধিকার আদায় এবং স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিস্মরণীয় হয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে ভোলার লালমোহনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি শাওন আরও বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য শহীদ হয়েছেন বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তানরা। পাকিস্থানীরা আমাদেরকে শুধু শাসন আর শোষণ করেনি, তারা আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল।
এরআগে দিবসটি উপলক্ষে লালমোহন থানার সামনে থেকে প্রভাত ফেরি বের হয়ে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়। পরে হাজী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে রক্তদান গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মাস্ক বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এমপি শাওনের সহধর্মীনি মিসেস ফারজানা চৌধুরী রত্না, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।