সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে আবাসিক এলাকার স্থাপিত খামার সরানোর নির্দেশ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে আবাসিক এলাকার স্থাপিত খামার সরানোর নির্দেশ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি :ভোলার লালমোহনে আবাসিক এলাকায় মুরগীর খামার গড়ে পরিবেশ দূষণের দায়ে তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।
গত ৩০ জানুয়ারি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল মালেক মিয়া স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়, উপজেলার বদরপুর ইউনিয়নের সাতবারিয়া আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই খালের উপর মুরগীর খামার গড়ে তোলেন স্থানীয় মোঃ ফজলুর রহমান নামে এক খামারী।
ফলে মুরগীর বৃষ্টাসহ অপ্রয়োজণীয় উপকরণ খালের মধ্যে পড়ে পানি দূষণসহ চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এমন অভিযোগ তুলে গত ২৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মোঃ মোতাহার হোসেন।
তারই প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর। তাই এক মাসের মধ্যে ফজলুর রহমানের মুরগীর খামারটি অনাবাসিক এলাকায় স্থানান্তরের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।
পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ও মুরগীর খামার স্থানান্তর না করলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।