ভোলায় জাতীয় যুব দিবস পালিত
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি:জেগেছে যুব জেগেছে দেশ- লক্ষ্য ২০৪১ সালে এ উন্নত বাংলাদেশ ”এই স্লোগানকে সামনে রেখে ভোলা জাতীয় যুব দিবন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বনার্ঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে ভোলা জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: মাহামুদুর রহমান এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা। এ সময় আলোচনা আরো বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোস্তাক উদ্দীন, জেলা তথ্য অফিসার নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজ যে কোনো দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে ওঠে একটি জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। আমাদের জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসেবে অভিহিত করা হয়।