
সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের কালমা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহনের কালমা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার কালমা (দক্ষিণ) ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুর্তজা সজীব ও যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কালমা ইউনিয়ন (দক্ষিণ) শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তৃণমূলে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম কে আরও বেগবান করার লক্ষে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। তাই আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়।