বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এমপি হাজি সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ || লালমোহন বিডিনিউজ
এমপি হাজি সেলিমকে আত্মসমর্পণের নির্দেশ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখে দেয়া রায় পুর্ণাঙ্গ প্রকাশ করেছে হাইকোর্ট। একই সাথে রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সকালে এই রায় প্রকাশ করা হয়। প্রায় এক বছর পর প্রকাশ হলো পূর্ণাঙ্গ রায়।
২০২১ সালের মার্চ মাসে তার ১৩ বছরের সাজা কমিয়ে ১০ বছর করেছিলো হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
হাইকোর্ট বলছে, এই রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ২০২১ সালের দেয়া রায়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
প্রায় দুই যুগ আগে দুর্নীতি দমন কমিশনের করা ওই মামলায় পৃথক দুটি ধারায় হাজি সেলিমকে ১০ বছর ও তিন বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৪শে অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭শে এপ্রিল বিচারিক আদালতের রায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে ২০০৯ সালের ২৫শে অক্টোবর হাজি সেলিম এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
২০১১ সালের ২রা জানুয়ারি হাইকোর্ট ১৩ বছরের সাজা বাতিল করে রায় দেয়। হাইকোর্টের কোর্টের ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুদক। সে আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ই জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজি সেলিমের আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।