রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোলার লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রবিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বদরপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আমীর খসরু গাজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বদরপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের ৩৩৮/২০২২ নং রিট পিটিশনের আলোকে গত ২৪ জানুয়ারির আদেশে চার সপ্তাহের জন্য বদরপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।
তারই প্রেক্ষিতে আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেন নির্বাচন কমিশন।