শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত
লালমোহন বিডিনিউজ,সোহেল ঢাকা : আমরণ অনশনের দ্বিতীয় দিন পার করছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। বেসরকারি সব নন-এমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে তাদের এ অনশন চলছে।
শুক্রবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। জাতীয় প্রেসক্লাবের সামনে অনেকে শুয়েবসে এ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনে নেতৃত্ব দেয়া নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সহসভাপতি মাহমুদ নবী বলেন, যত দিন পর্যন্ত দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, তত দিন পর্যন্ত এ অনশন চলবে।
এর আগে একই দাবিতে ২৬ ও ২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৮ ও ২৯ অক্টোবর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এসব শিক্ষক ও কর্মচারী।