রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আইন শৃঙ্খলা গতিশীল রাখতে থানায় টহল গাড়ি উপহার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে আইন শৃঙ্খলা গতিশীল রাখতে থানায় টহল গাড়ি উপহার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন থানায় একটি টহল গাড়ি উপহার দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
থানা এলাকার বিট পুলিশিং ও জরুরি সেবা কার্যক্রম কে গতিশীল করার লক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে এ গাড়ি উপহার দেন তিনি।
রবিবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন-মনপুরা) মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে থানা কমপ্লেক্সে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এর হাতে টহল গাড়ির চাবি তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি তদন্ত এনায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সম্পাদক জসিম জনিসহ আরও অনেকে।