শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শ্রী শ্রী মা কালী মন্দির উদ্বোধন || লালমোহন বিডিনিউজ
লালমোহনে শ্রী শ্রী মা কালী মন্দির উদ্বোধন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে শ্রী শ্রী মা কালী মন্দির উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মন্দিরের পৃষ্ঠপোষক নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার দুপুরে পৌরসভা ১নং ওয়ার্ডে শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের শ্রী শ্রী মা কালী মন্দির উদ্বোধন করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আওয়ামীলীগের শাসনামলে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষ সমান সুবিধা ভোগ করছেন, যা বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে কল্পনাও করা যেতোনা।
লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে ও শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি মনোরঞ্জন চন্দ জয়হিন্দ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপি নুরুন্নবী চৌধুরী শাওন’র সহধর্মিণী ও বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক মিসেস ফারজানা চৌধুরী রত্না।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন, শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু প্রমুখ।