শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের উদ্বোধন
লালমোহনে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের উদ্বোধন
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ৫শত আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকালে উপজেলা পরিষদের এ অডিটোরিয়াম এর উদ্বোধন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭ কোটি ৮৬ লক্ষ ২৭ হাজার ৮০৭ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমটি নির্মাণ করা হয়।
এর আগে অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফলক উদ্বোধন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিনসহ আরও অনেকে।