
সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার সময়ে কেউ গৃহহীন থাকবে না-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার সময়ে কেউ গৃহহীন থাকবে না-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার অবর্তমানে তাঁর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিচ্ছেন শেখ হাসিনা। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশে আর কোনও গৃহহীন থাকবেনা।
সোমবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, বিএনপি-জামাত জোট সরকার শুধু সন্ত্রাস নৈরাজ্য ও অরাজকতাই করতে জানে। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে তাদের কোনও ভাবনা কখনও ছিলোনা। আর জাতির পিতার কন্যা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তথনই দেশ ও মানুষের কল্যাণ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলামসহ আরও অনেকে।