শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে গলায় ফাঁস দিয়ে রাহুল হাওলাদার (২৪) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর ৮নং ওয়ার্ড মুসলিম পাড়াস্থ তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
রাহুল ওই এলাকার হাওলাদার বাড়ির মৃত পিন্টু হাওলাদারের ছেলে। সে ঢাকার নারায়ণগঞ্জ তোলারাম কলেজ এর অনার্সের শিক্ষার্থী ছিলো।
ঘটনাস্থল পরিদর্শনপূর্বক রাহুলের পরিবারের বরাতে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তার চিকিৎসা করিয়েছিলো তার পরিবার। আজ নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে রাহুল। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।