মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ || লালমোহন বিডিনিউজ
মঙ্গলবার (২৫ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন অফিসার ও বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী।
এদিন ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী ৭জন চেয়ারম্যান প্রার্থী, ৪৮জন সাধারণ সদস্য ও ১৮জন সংরক্ষিত নারী সদস্যের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
উল্লেখ্য, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২৯ হাজার ৪৮৪ ভোটারের জন্য ১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রচার-প্রচারণার শেস সময় এবং ১০ ফেব্রুয়ারি এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।