মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ‘তারুণ্যের প্রেরণা একতা সংঘ’র শীতবস্ত্র বিতরণ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ‘তারুণ্যের প্রেরণা একতা সংঘ’র শীতবস্ত্র বিতরণ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের প্রেরণা একতা সংঘ’।
‘আসুন সকলে মিলে শীতার্তদের পাশে দাঁড়াই’ স্লোগানে মঙ্গলবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটোয়ারীরহাটসহ বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
‘তারুণ্যের প্রেরণা একতা সংঘ’র নের্তৃবৃন্দরা জানান,
সংগঠনের পক্ষ থেকে কয়েকটি গ্রামের ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, ‘তারুণ্যের প্রেরণা একতা সংঘ’র সম্পাদক সুমন, উপদেষ্টামন্ডলী তাজউদ্দীন আহমেদ,মোঃ ছিদ্দিক, মোঃ বাকেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, মানবসেবার প্রত্যয়ে এগিয়ে চলা ‘তারুণ্যের প্রেরণা একতা’ সংগঠনটি সর্বদা স্বেচ্ছায় অসহায় মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিচ্ছে।