মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের মেঘনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ || নিহত-১ || লালমোহন বিডিনিউজ
লালমোহনের মেঘনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ || নিহত-১ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরের মেঘনা নদীতে মাছ ধরা কে কেন্দ্র করে মো. আকবার (২৫) নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে মেঘনার ৮নাম্বার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকবার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের খোরশেদ এর ছেলে।
নিহত আকবারের সহকর্মী মতিন মাঝি বলেন, তজুমদ্দিন থেকে এসে লালমোহনের ৮নাম্বার চর এলাকায় জাল ফেলার অভিযোগে আমাদের জালের উপর জাল ফেলে ধলীগৌরনগর এলাকার নয়ন মাঝির লোকজন। এ নিয়ে বাঁধা দিতে গেলে তাদের নৌকা থাকা বাঁশ দিয়ে আকবারের মাথায় আঘাত করে। এতে আকবার লুটিয়ে পড়লেও হামলাকারীরা আরও হামলা চালায়। এতে নৌকায় থাকা কামাল, রাসেল, জহুর ও ছলেমান আহত হয়।
পরে আকবারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কেউ এখনও আসেনি। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।