রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » আইজিপি ব্যাচ পুরস্কার পাচ্ছেন মনপুরা থানার ওসি সাইদ || লালমোহন বিডিনিউজ
আইজিপি ব্যাচ পুরস্কার পাচ্ছেন মনপুরা থানার ওসি সাইদ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ॥ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আইজিপি ব্যাচ-২০২০ পুরস্কার পাচ্ছেন ভোলার মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
শনিবার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকার মধ্যে মনপুরা থানার ওসি সাইদ আহমেদের নামের ক্রমিক নং ১৭৪।
তবে তিনি বরগুনার পাথরঘাটা থানার ওসি তদন্ত হিসাবে ভাল কাজ করায় এই পুরস্কার পাচ্ছেন।
এদিকে ওসি আইজিপি পুরস্কার-২০২০ সম্মানে ভূষিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মনপুরার বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের নের্তৃবৃন্দ, শিক্ষক ও ইমাম সমিতির নেতারা অভিনন্দন জানান।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, পুরস্কারের তালিকায় আমার নাম আসায় আমি আনন্দিত। এছাড়াও আমার তদন্ত কর্মে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা জানান ওসি। সামনে আরও ভাল কাজ করে যেতে সকলের সহযোগিতা চান তিনি।