আবার কন্ডমের বিজ্ঞাপনে সানি
লালমোহন বিডিনিউজ :তাঁকে নিয়ে বিতর্ক ছড়ানোর পর তিনি জানিয়েছিলেন, ”যা করেছি, বেশ করেছি l সেফ সেক্স প্রচার করেছি l” সেই বিতর্ক থিতু হতে না হতেই আবার কন্ডমের বিজ্ঞাপন করলেন সানি লিওন l নাম দেওয়া হয়েছে, ”ইন দা কার উইথ সানি লিওন” l বিজ্ঞাপনে মাদকতায় ভরপুর সানি লিওনকে দেখলে, হলফ করে বলা যায়, ধক ধক করবেই ১৮ থেকে ৮০-র পুরুষ হৃদয় l
সম্প্রতি, এক সংস্থার হয়ে কন্ডমের বিজ্ঞপন করে কোপের মুখে পড়েছিলেন সানি লিওন l সানি লিওনের কন্ডমের বিজ্ঞাপন সম্পর্কে ভারতের সিপিআই নেতা অতুন অঞ্জন অভিযোগ করেন, সানি লিওনের কন্ডমের বিজ্ঞাপন দেশে ধর্ষণের মাত্রা আরও বাড়িয়ে দেবে l
সেই সঙ্গে সাফাই দিয়ে তিনি আরও বলেন, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে তিনি কোনও আপত্তি করছেন না l কিন্তু, যেভাবে কন্ডমের বিজ্ঞাপন করানো হচ্ছে প্রাক্তন পর্ন স্টারকে দিয়ে, তাতে আপত্তি রয়েছে তাঁর l
তিনি আরও অভিযোগ করেন, যেভাবে ওই কন্ডম সংস্থার বিজ্ঞাপন প্রচার করা হয়, তা অত্যন্ত নিন্ম মানের l শুধু তাই নয়, সানির ওই বিজ্ঞাপন মানুষের যৌন আকাঙ্খা বাড়িয়ে দেয় l সঙ্গে কমিয়ে দেয় মানুষের চিন্তা ভাবনার ক্ষমতাও l
অতুল অঞ্জনের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয় বিতর্ক l এরপর সোশাল নেটওয়ার্কিং সাইটকে হাতিয়ার করে অতুল অঞ্জনের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জনানা প্রাক্তন পর্নস্টার সানি লিওন l অতুল অঞ্জনের প্রতি সানির কটাক্ষ, ”আমার কথা ভেবে সময় নষ্ট করবেন না l মানুষের কথা ভাবুন l খারাপ লাগে যখন দেখি আমায় নিয়ে ভেবে কেউ সময় এবং শক্তি দুই-ই নষ্ট করছেন l