বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এমপি শাওনকে শুভেচ্ছা জানিয়ে ইউনিয়ন যুবলীগের মিছিল || লালমোহন বিডিনিউজ
লালমোহনে এমপি শাওনকে শুভেচ্ছা জানিয়ে ইউনিয়ন যুবলীগের মিছিল || লালমোহন বিডিনিউজ
সালাম সেন্টু, লালমোহন বিডিনিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা যুবলীগের নব গঠিত কমিটির নের্তৃবৃন্দরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের গজারিয়া বাজারে আনন্দ মিছিল করেন তারা। মিছিলটি গজারিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সমবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখার সভাপতি রুহুল আমিন ফরাজী, পূর্ব শাখার সভাপতি বজলু সর্দার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পশ্চিম শাখার সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল, ইব্রাহীমসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পশ্চিম চরউমেদ ইউনিয়নে (পশ্চিম শাখা) মো. রুহুল আমিন ফরাজীকে সভাপতি ও মো. জুয়েল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে যুবলীগের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় উপজেলা যুবলীগ।