মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আবারও ভার্চুয়ালি হবে বিচারকার্য: প্রধান বিচারপতি || লালমোহন বিডিনিউজ
আবারও ভার্চুয়ালি হবে বিচারকার্য: প্রধান বিচারপতি || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সব বিচারকাজ ফের ভার্চুয়ালি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (১৮ই জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যেভাবে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, তাতে ভার্চুয়ালিই যেতে হবে। হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত। এছাড়া সুপ্রিম কোর্টের অনেক স্টাফ, সেই সাথে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত।
এ অবস্থায় সশরীরে আদালত পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে জানান প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল ও এডিশনাল অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত বলেও জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ।
ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে।