সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের বদরপুরে আওয়ামীলীগের চার বিদ্রোহী প্রার্থী || লালমোহন বিডিনিউজ
লালমোহনের বদরপুরে আওয়ামীলীগের চার বিদ্রোহী প্রার্থী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ গত ৪ জানুয়ারী ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন তালুকদার। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি হিসেবে ইসলামী শাসনতন্ত্রের হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা সিহাব উদ্দিন থাকলেও নিজ দল আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন আরও চারজন। এদের সকলেই আওয়ামীলীগের পদ পদবীতেও রয়েছেন।
তারা হলেন, বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ মেলকার, বদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হাওলাদার ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরহাদ হোসেন।
এছাড়াও কায়কোবাদ হোসেন কবির নামের আরকজন প্রার্থী থাকলেও তিনি কোন দল করেন তা জানা যায়নি।
এদিকে সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা। এতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৭জনকেই বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনকে ঘিরে বদরপুর ইউনিয়নবাসীর মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করলেও আওয়ামীলীগের সমর্থকদের মধ্যে চিন্তার ভাঁজ দেখা গেছে।
তাদের মতে, দলীয় প্রার্থীর বিপক্ষে যে চারজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, তারা ভোটগ্রহণ পর্যন্ত বহাল থাকলে নৌকার পরাজয়ের শঙ্কা রয়েছে। যদিও আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় রয়েছে। এসময়ের পরেও যদি দলের বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে থাকেন, তবে শঙ্কা থেকেই যাবে।
তাই বিদ্রোহীদের কে আওয়ামীলীগ কে বহিষ্কার করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নৌকার সমর্থকরা।
এদিকে সকল প্রার্থীই শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন, সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১০ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।