সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী।
তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামী শাসনতন্ত্র মনোনিত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা সিহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ মেলকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরহাদ হোসেন ও কায়কোবাদ হোসেন কবির।
এছাড়াও এদিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫০ জনের মধ্যে ২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, ১নং ওয়ার্ডের আনেছা বেগম ও ৩নং ওয়ার্ডের নকীব মুন্সী। একই সাথে ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন দাখিলকারী ১৯জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আগামী ২৫ জানুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক ববরাদ্দ করা হবে এবং আগামী ১০ ফেব্রুয়ারি এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।