
রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচনে ৭৬ প্রার্থীর মনোনয়পত্র দাখিল || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি নির্বাচনে ৭৬ প্রার্থীর মনোনয়পত্র দাখিল || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ৭৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য পদে ৫০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামী শাসনতন্ত্র মনোনিত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা সিহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ মেলকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরহাদ হোসেন, ফজলুল কাদের ও কায়কোবাদ হোসেন কবির।
রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আমীর খসরু গাজীর নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বদরপুর ইউপি নির্বাচনে ১৭ জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই,২৪ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার, ২৫ জানুয়ারি প্রতীক ববরাদ্দ এবং ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এ ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।
এদিকে নির্বাচনকে ঘিরে ইতমধ্যে নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।