
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ঢাকা আশুলিয়ার স্কুল ছাত্রী লালমোহনে উদ্ধার || লালমোহন বিডিনিউজ
ঢাকা আশুলিয়ার স্কুল ছাত্রী লালমোহনে উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধিঃ রাজধানী ঢাকার আশুলিয়া থানার দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আসুলী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। সে আশুলিয়া থানার শ্রীপুর গ্রামের সুমন মিঝির মেয়ে ও স্থানীয় ফারুক নগর ইসমাইল বেপারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ওই স্কুল ছাত্রী জানায়, প্রায় মাসখানেক আগে মোবাইলের মাধ্যমে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আসুলি গ্রামের হাজী বাড়ির হাবিবউল্লাহর ছেলে সাগরের সাথে পরিচয় হয় তার। তারই সূত্র ধরে গত শনিবার (৮জানুয়ারি) তাকে ঢাকা থেকে লালমোহনে নিজ বাড়িতে নিয়ে আসে সাগর।
এদিকে মেয়েকে না পেয়ে গত সোমবার (১০ জানুয়ারি) আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন মা তার মা তানিয়া বেগম।
স্কুল ছাত্রী আরও জানায়, সাগরের বাড়ি আসার পর তার পুর্বের অপকর্ম জেনে যায় সে। তাই নিজ বাড়িতে ফিরে যেতে চাইলে তাকে পার্শ্ববর্তী বাড়িতে আটকে রাখে সাগর। পরে ওই বাড়ির একজনের মোবাইল দিয়ে মায়ের কাছে কল করে সে। আজ বৃহস্পতিবার তার পরিবারের লোকজন লালমোহন থানায় এসে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।
লালমোহন থানার এসআই মোঃ নুরুজ্জামান জানান, স্কুল ছাত্রীর মায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বিয়ের প্রলোভনে কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলাই হলো সাগরের নেশা। এর আগেও সে এমন একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা।