বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের বদরপুর ইউপি নির্বাচনে ৭৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ || লালমোহন বিডিনিউজ
লালমোহনের বদরপুর ইউপি নির্বাচনে ৭৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধিঃ ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ ফেব্রুয়ারি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে নির্বাচনে প্রার্থীতা জানান দিয়ে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য পদে ৫১জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন বিদ্রোহী প্রার্থীসহ ৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন, আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামি শাসনতন্ত্র মনোনিত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা শিহাব উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরব হাওলাদার, বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ মেলকার ও হাজী মোঃ ফরহাদ।
বৃহস্পতিবার পর্যন্ত ৩জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২৪জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭জন মনোনয়নপত্র জমাদান করেছেন।
এদিকে বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যে উৎসব বিরাজ করছে। সৎ, যোগ্য ও সাধারণ মানুষের সুখে দুঃখে যে পাশে থাকবে, এমন প্রার্থীকেই জয়ী করতে চান তারা।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি (রবিবার) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ১৭ জানুয়ারি (সোমবার) মনোনয়নপত্র বাছাই, ২৪ জানুয়ারি (সোমবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১০ ফেব্রুয়ারী (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।