মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বিজয়ের পূর্ণতা লাভ করে বাংলাদেশ-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বিজয়ের পূর্ণতা লাভ করে বাংলাদেশ-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করে বাঙালি জাতি। তবে স্বাধীনতার ঘোষণা পরবর্তী বঙ্গবন্ধুকে গ্রেফতার করেছিল পরাজিত পাকিস্তানি সামরিক বাহিনী। সেখান থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বিজয়ের পূর্ণতা লাভ করে বাংলাদেশ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে উন্নয়নের বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু। তাঁর নেতৃত্বে দেশ একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও স্বনির্ভর অর্থনীতির লক্ষ্য অর্জন করতে শুরু করে। তারই ফলশ্রুতিতে ১৯৭৪ সালে জিডিপি বৃদ্ধির হার ৭.৫%-এরও বেশি অর্জনে সফল হয় বঙ্গবন্ধুর সরকার।
শাওন আরও বলেন, বঙ্গবন্ধুর নের্তৃত্বে দেশের সমৃদ্ধশালী গতিশীলতাকে রুখে দিতেই পাকিস্তানি প্রেতাত্মারা ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। তাদের নৃশংসতার কবল থেকে ছোট্ট শিশু শেখ রাসেল পর্যন্ত রক্ষা পায়নি।
আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে চলছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখনও দেশের উন্নয়ন রুখে দিতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পাকিস্তানের প্রেতাত্মারা। তাই বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমকে স্বার্থক করতে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।