মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে আরজু বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্য আসুলী গ্রামের ছৈয়াল বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। আরজু বেগম ওই বাড়ির রিকশা চালক শফিউল্লাহর মেয়ে।
গৃহবধূর বাবা জানান, প্রায় ৭ মাস আগে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার মুসলমান বাড়ির মৃত ফজলুল হকের ছেলে নাজিমের সাথে আরজু বেগমের বিয়ে হয়। ওই সময় জামাতাকে নগদ দেড় লক্ষ টাকা দিলেও আরও ৫০ হাজার টাকা দাবি করে তার পরিবার। এনিয়ে প্রায়ই আরজুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো তার স্বামী। তাই টাকার জন্য সোমবার দুপুরে স্বামীসহ নিজ বাড়িতে আসে আরজু।
এসময় রিকশা নিয়ে বাজারে ছিলেন শফিউল্লাহ আর আরজুর মা তার মেয়ে ও জামাইকে দুপুরের খাবার খেতে দিয়ে বাইরে যায়।
ছেলের বরাত দিয়ে শফিউল্লাহ জানান, কিছুক্ষণ পর আমার ছেলের কাছে আরজুর মৃত্যু সংবাদ নিয়ে যায় নাজিম। বলে, আরজু ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তবে নাজিমের নির্যাতনে আরজুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন শফিউল্লাহর।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে ওই গৃহবধূর বাবা থানায় মামলা দায়ের করেছেন। সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।