![Lalmohan BD News](http://www.lalmohanbdnews24.com/cloud/archives/fileman/lal%20bd%20logo.png)
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে পপুলার একাডেমীর ছবক অনুষ্ঠান || লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে পপুলার একাডেমীর ছবক অনুষ্ঠান || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের ঐতিহ্যবাহী প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান পপুলার একাডেমীর শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পপুলার একাডেমী হলরুমে ছবক অনুষ্ঠিত হয়।
পপুলার একাডেমির পরিচালক মোঃ মোশারেফ হোসেন’র সভাপতিত্বে ৩ নং ওয়ার্ডের কমিশনার আব্দুল মতিন মোল্লা ,প্রফেসর আব্দুল মন্নান, গোলাম সরোয়ার মুন্সি ,ঘর মালিক মহিজ ও একঝাঁক তরুণ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন । অভিভাবকেরা বলেন, চরফ্যাশনে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানসম্মত লেখাপড়ার নিয়ে এগিয়ে যাচ্ছে পপুলার একাডেমী।