
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের উদ্বোধন করলেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের উদ্বোধন করলেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ৫০লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কার্যালয়ের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা প্রশাসন বন বিভাগ লালমোহন রেঞ্জের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপকূলীয় বন বিভাগ ভোলার বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন রেঞ্জ বন কর্মকর্তা আশীষ কুমার দেসহ আরও অনেকে।